UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক ৪ মাদক বিক্রেতা

pial
জুন ৩, ২০২২ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল ও একটি মোটরবাইক সহ ৪ জন মাদক বিক্রেতাকে আটক করেছে। বৃহস্পতিবার (২ জুন) দিনগত রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলো ,গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের আবু দাউদ মালের ছেলে নাদেম হোসেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের ডাবলু হোসেনের ছেলে মোমিন হোসেন, নজরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম এবং আইয়ুব হোসেনের ছেলে জিনারুল ইসলাম।

জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে কাজিপুর গ্রামের কাছারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল এবং একটি পালসার মোটরবাইক উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপ-পরিদর্শক মেজবাহ উদ্দীন আহমেদের নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই মাহাতাব উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই অজয় কুমার কুন্ড এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় আটকদের নামে মামলা করা হয়েছে ও তাদের গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করে হয়েছে।

(ঊষার আলো-এসএইস)