UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় শীতার্তদের মাঝে উপমন্ত্রী হাবিবুন নাহারের কম্বল বিতরণ

usharalodesk
জানুয়ারি ১৩, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের ব্যক্তিগত উদ্যোগে মোংলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় শীতার্ত দরিদ্র পরিবারের লোকজনের মাঝে উপহারের কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ জানুয়ারি) মোংলা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে বেলা ১১টায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ইব্রাহীম হোসেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, শেখ কামরুজ্জামান জসিম, পৌর কাউন্সিলর এইচ এম শরীফুল ইসলাম, কাউন্সিলর বাহাদুর মিয়া, জোহরা বেগম, শিউলি আকন, শেখ বেল্লাল হোসেন, কামরুল ইসলাম প্রমুখ।

এর আগে সকাল ১০টায় দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর উদ্যোগে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।