ঊষার আলো রিপোর্ট : নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবা শামশুল আলম (৪৫) কে যাবজ্জীন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ এবং অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়েশা। আদালত গতকাল বুধবার এ আদেশ দিয়েছেন।
মামলার রাষ্ট্র পক্ষে নিয়োজিত বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান বলেছেন, দণ্ডিত আসামি রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের ধলিরছড়া ইউনিয়নের বাসিন্দা। ২০১৮ সালের ৬ জুলাই দণ্ডিত আসামির স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে রামু থানায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন।
(ঊষার আলো-এম.এইচ)