UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েদের লেখাপড়ায় তালেবান সরকারের অনুমতি

ঊষার আলো
অক্টোবর ১৭, ২০২১ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের ৫ প্রদেশের মেয়েদের লেখাপড়া করার অনুমতি দিয়েছে তালেবান সরকার।  এসব প্রদেশের গার্লস স্কুলগুলো খুলে দিয়েছে তালেবান বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা— ইউনিসেফ।

সেগুলো হচ্ছে— উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালখ, জুযজান ও সামানগান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উরুজগান।

সেপ্টেম্বর মাসে তালেবান আফগানিস্তানে একটি অন্তর্র্বতী সরকার গঠনের ঘোষণা দিলেও কোনো দেশ তালেবান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি।

তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না সেগুলোর মধ্যে অন্যতম কারন হচ্ছে মেয়েদের লেখাপড়া করার অনুমতি না দেওয়া।

আফগানিস্তানের ৩৪ প্রদেশের মধ্যে ৫টি প্রদেশে গার্লস স্কুল খুলে দিয়েছে তালেবান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেয়েরা যাতে স্কুলে যেতে পারে সেজন্য তালেবান সরকার একটি ‘গঠন কাঠামো’ ঠিক করার কাজ চালিয়ে যাচ্ছে। আগামী ১-২ মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হলে সব আফগান ছাত্রী স্কুলে যেতে পারব।

(ঊষার আলো-আরএম)