ঊষার আলো রিপোর্ট : মোংলায় আ.লীগ নেতা চিলা ইউপি চেয়ারম্যান আকবর গাজীর আনুসারীদের হামলা ও মারধরের শিকার হয়েছেন মৎস্য ব্যবসায়ী বিএনপি কর্মী মো. ইব্রাহীম বয়াতি। প্রভাবশালী ওই চেয়ারম্যানের কাছে পাওনা টাকা আদায়ে আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে অভিযোগ করায় তার ওপর এ হামলা চালানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যমারী বাজারে এ হামলার ঘটনা ঘটে। ছাত্র-জনতার আন্দোলনে আ.লীগ সরকারের পতন হলেও মোংলা চিলা ইউপি চেয়ারম্যান ও তার অনুসারীরা এখনো আধিপত্য বিস্তার করছে।
তিনি আরও বলেন, আমিনুল ইসলাম মিঠু বর্তমান চিলা ইউনিয়নের আওয়ামী সমর্থিত চেয়ারম্যান আকবর গাজীর শ্যালক। ৩ ডিসেম্বর জয়মনির ঘোলবাজার বিএনপি অফিসের সামনে পাওনা টাকা নিয়ে চেয়ারম্যান আকবর গাজীর বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে চেয়ারম্যানের চাচাশ্বশুর জাকির হোসেন ঝংকার ফকির, আমিনুল ইসলাম মিঠু ফকির তাকে সন্ত্রাসী কায়দায় ১০-১৫টি মোটরসাইকেলে লোক নিয়ে মারধর করে।
ঊষার আলো-এসএ