UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় হিন্দু ধর্মাবলম্বীর সৎকারে এগিয়ে এলেন আ’লীগ নেতা 

ঊষার আলো
জুলাই ১, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : মোংলায় এক হিন্দু ধর্মাবলম্বীর সৎকারে এগিয়ে এলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত আওয়ামী লীগ নেতা শেখ মোঃ কামরুজ্জামান জসিম । খুব সকালে মৃত ব্যক্তির স্বজনরা জানান সৎকারের জন্য পিপিই এর অভাবে সৎকার কাজ ব্যাহত হচ্ছে জেনে সাথে সাথে তিনি পিপিই নিয়ে ছুটলেন সেখানে এবং ভয়ডরহীন ভাবে মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে সৎকারের সহযোগিতা করলেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন , মানুষ মানুষের জন্য , আমি আমার দায়িত্ববোধ থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি । পাশাপাশি তিনি সবাইকে করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন ।
উল্লেখ্য যে , করোনা মহামারীর শুরু থেকেই তিনি মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন । এক পর্যায়ে তিনি নিজেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন । সেখান থেকেই তিনি আবারও এ জনপদের মানুষের কল্যাণে কাজ করে চলেছেন ।
(ঊষার আলো-আরএম)