মোংলা প্রতিনিধি : মোংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ রয়েছে লাইটার জাহাজের এক কর্মচারী। সোমবার(২১ জুন) সকাল ১১ টায় এম ভি মোকছেদ খেমি নামক লাইটারের কর্মচারী মোহাম্মদ জাবেদ মিয়া(৪৫) বসুন্ধরা সিমেন্ট কারখানার সামনে নৌযানটি বয়ার সাথে বাধার জন্য রশি ও লোহার শিকল নিয়ে নদীতে নামে। এসময় বয়ার সাথে রশি বেধেঁ পুনরায় ওই রশি বেয়ে নাইটারে ফেরার সময় দুটি লাইটার মাঝ খানে নদীতে পড়ে যায়। নদীতে পানির তীব্র স্রোতে মুহুত্বের মধ্যে কোন দিকে তলিয়ে যায় সে। এর পর লাইটারের অন্য কর্মচারীরা অনেক খোঁজাখুজির পর নিখোঁজ জবেদ আলীকে উদ্ধার করতে পারেননি। এরপর নিখোঁজ লাইটার শ্রমিক জবেদ আলীকে উদ্ধারে দুপুর ২ টায় অভিযান শুরু করে মোংলা ইপিজেড ফায়ার সার্ভির্সের একটি ডুবুরী দল। তীব্র স্রোতের কারনে দেড় ঘন্টা অভিযান চালিয়ে দুপুর সাড়ে তিন টায় অভিযান স্থগীত করে ফায়ার সার্ভিসের কর্মিরা। মোংলা ফায়ার সার্ভিস ইপিজেড শাখার সিনিয়র অফিসার আরদেশ আলী মুঠোফোনে ওইসব তথ্য নিশ্চিত করে জানান, পানির স্রোত কমলে পুনরায় তারা নিখোঁজ লাইটার শ্রমিক জবেদ আলীকে উদ্ধারে অভিযান শুরু করবেন। নিখোজ জবেদ আলী(৪৫) নড়াইল জেলার লোহাগড়া এলাকার বাসিন্ধা।