UsharAlo logo
সোমবার, ২১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে উপমন্ত্রীর টিন ও নগদ টাকা বিরতণ

usharalodesk
মার্চ ১১, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : মোংলায় আগুনে পুড়ে যাওয়া ঘর মালিকদেরকে মাঝে ঢেউ টিন ও নগদ টাকার সহায়তা প্রদাণ করেছেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মিঠাখালী ইউনিয়নের ৪টি ও চাঁদপাই ইউনিয়নের ১টিসহ মোট ৫টি পরিবারের সদস্যদের হাতে নগদ ৬ হাজার করে টাকা ও দুই বান্ডিল করে ঢেউ টিন তুলে দেন উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় উপজেলা নিবার্হী অফিসার কমলেশ মজুমদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মো: নাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
পরে উপমন্ত্রী হাবিবুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোংলা সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষাথর্ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।