UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

koushikkln
অক্টোবর ১৯, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, মাদক বিক্রি, সন্ত্রাসী, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে মোংলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় মোংলা থানা চত্বরে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কে,এম,আরিফুল হক,( পিপিএম-বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আসাদুজ্জামান,এডিশনাল এসপি ( প্রশাসন ও অর্থ), লেঃ সাজ্জাদ আব্দুল্লাহ, কোষ্টগার্ড পশ্চিম জোন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন।
প্রধান অতিথির বক্তব্য জেলা পুলিশ সুপার কে,এম,আরিফুল হক বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, অপরাধীকে আইনের আওতায় আনা, যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূল সহ নানাবিধ কর্মকাণ্ডে পুলিশ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের জনগণের সম্মিলিত প্রয়াসে পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
অপরাদ দমনে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতা সাংবাদিক নুর আলম শেখ, পৌর কাউন্সিলর কবির হোসেন, জিএম আল আমিন, শরিফুল ইসলাম শরিফ, শিউলি আকন, যুবলীগ নেতা মাইনুল হোসেন মিন্টু, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কমিউনিট পুলিশের সদস্য, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।