UsharAlo logo
শনিবার, ১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় উন্নয়ন মেলার সমাপনী দিনে নানা আয়োজন

usharalodesk
মার্চ ২৮, ২০২১ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের এক অনন্য অর্জনের অংশ হিসেবে ২৮ মার্চ রবিবার বিকেলে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে সেমিনার, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, স্টল পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রবিবার(২৮ মার্চ ) বিকেল ৪টায় উন্নয়ন মেলার সমাপনী দিনের অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। সমাপনী দিনের অনুষ্ঠানমালায় বক্তারা বলেন স্বল্পোউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ বাংলাদেশের এক অনন্য অর্জন। বাংলাদেশেকে উন্নয়ন কর্মকান্ডের জন্য এখন বিদেশী অর্থায়নের দিকে তাকিয়ে থাকতে হয় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সিদ্ধান্তে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মান। উন্নয়ন মেলায় সরকারি বিভিন্ন দপ্তরসহ সবমিলিয়ে অর্ধশতাধিক স্টল ছিলো। সবশেষে উন্নয়ন মেলার সমাপনী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(ঊষার আলো-আরএম)