মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : ঐতিহাসিক সাতই মার্চ উদযাপন উপলক্ষে মোংলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার আয়োজনে ৭ মার্চ রবিবার দিনব্যাপী নানা কর্মসুচি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিলো বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ ও ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা, শিশু চিত্রাংকন এবং আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ও স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে উপজেলা প্রশাসন, মোংলা পোর্ট পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ বিভাগ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমুহ।
সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা ডাঃ লতিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মহসিন আকন্দ প্রমূখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সকাল ১১টায় দলীয় কার্য্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধ শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম প্রমূখ।
সকাল ১০টায় শিক্ষক মিলনায়তনে মোংলা সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। বক্তব্য রাখেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক বিশ্বজিৎ হালদার, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক নিগার সুলতানা সুমী, প্রভাষক কামাল হোসেন প্রমূখ। বিকাল ৪টায় মোংলা থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডি আই জি (ক্রাইম)খুলনা রেঞ্জ মোঃনজরুল ইসলাম বিপিএম, পিপিএম, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার রাজবংশী,মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন, মোংলা প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক আমির হোসেন আমু সহ প্রমূখ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী,আলোচনা সভা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।