UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদের উপহার পেলেন সাড়ে পাঁচ হাজার অসহায় পরিবার

koushikkln
মে ৬, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মোংলায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে (৬ মে) প্রধানমন্ত্রীর উপহার অসহায় পরিবারের হাতে তুলে দেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
বৃহস্পতিবার  সকাল ১০ টায় পৌরসভার নয়টি ওয়ার্ডের পাঁচ হাজার ছয়’শ ছয়জন পরিবারের মধ্যে ১ম দিন পাঁচ’শ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেওয়া হয়।পর্যায়ক্রমে বাকী সকল পরিবারগুলোকে প্রদান করা হবে এই উপহার সামগ্রী।
উপহারের মধ্যে ছিল ১০ কেজি চাল ও নগদ সাড়ে চার’শ টাকা। এসময় পৌরসভার সকল কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, বর্তমান সরকার গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে আছে। সমাজে পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠিকে ভাল রাখতে প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক। তাই করোনার মত দূর্যোগ থাকা সত্বেও আসছে ঈদে অসহায় এসব মানুষের মাঝে তার ঈদ উপহার পৌঁছে দিয়েছেন, এটাই মানবতা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই উপহার পৌরসভার পাঁচ হাজার ছয়’শ
পরিবারের মাঝে পর্যায়ক্রমে দেওয়া হবে।