UsharAlo logo
বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় বিরল প্রজাতির তক্ষক সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

koushikkln
অক্টোবর ৭, ২০২২ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী এলাকার একটি বসতবাড়ি থেকে ৯ ইঞ্চি লম্বা ও সাড়ে ৩শ’ গ্রাম ওজনের একটি বিরল প্রজাতির তক্ষক সাপ উদ্ধার করেছে বন বিভাগ। তক্ষকটি সুন্দরবনের জিউধরা স্টেশনের কাটাখালী এলাকায় নিয়ে বৃহস্পতিবার বিকেলে অবমুক্ত করা হয়। এর আগে মিঠাখালী এলাকার নিলুফা বেগমের বাড়ির কাঠের ঘর থেকে এ বন্যপ্রানী তক্ষকটি উদ্ধার করা হয়।

বাড়ির মালিক নিলুফা বেগম জানান, বৃহস্পতিবার সকালে জ¦ালানী কাঠ আনতে গিয়ে তক্ষকটি দেখতে পাই ঘরের বেড়ার গায়ে বসে আছে। পরে স্থানীয় ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারদারকে জানালে তাৎক্ষণিক তিনি জিউধরা ফরেষ্ট স্টেশন কর্মকর্তা মোঃ শাহাজাহান মোক্তাদিরকে খবর দেয়। বনকর্মীরা ও বন্যপ্রানী সংরক্ষন টিমের সহায়তায় তক্ষক সাপটি উদ্ধার করে নিয়ে যায়। পরে সুন্দরবনের কাটাখালী টহল ফাড়ীতে তক্ষকটিকে অবমুক্ত করেন জিউধারা ষ্টেশন কর্মকর্তা শাহাজাহান মোক্তাদির।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে মোংলা উপজেলার মিঠাখালী গ্রামে যাই।

স্থানীয় ইউপি মেম্বার উকিল উদ্দিন ইজারাদার সহ আমরা ও বন্যপ্রানী সংরক্ষন টিম এবং বাড়ীর মালিক নিলুফা বেগমের স্বামী কামাল গোলদারের মিঠাখালীর গ্রামের বাড়ীতে গিয়ে তার ঘর থেকে তক্ষকটি উদ্ধার করি। পরে বনের গহিনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, সুন্দরবনের বন্যপ্রানী রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কিছু পাচারকারী সুন্দরবনের এই তক্ষক সাপ বিক্রি নিয়ে বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করেন। তাই কেউ বন্যপ্রাণীর কোন ক্ষতি করবেন না। দেখা মাত্র বন বিভাগকে বললে বনবিভাগ ও আমাদের সুন্দরবনের বন্যপ্রানী স্বেচ্ছাসেবক তা দ্রæত উদ্ধার করার চেষ্টা করবে এবং বনে অবমুক্ত করা হবে।