UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় ব্রিজ ভেঙ্গে খালে, জনদুর্ভোগ চরমে 

koushikkln
জুলাই ১৪, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা: মোংলায় একটি ব্রিজের মাঝ দিয়ে ভেঙ্গে খালের মধ্যে পড়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নের ঠোটারডাঙ্গা গ্রামের তালপট্টি নামক এ ব্রীজটি ভেঙ্গে পড়ে। ব্রীজটি ভেঙ্গে পড়ায় ওই এলাকার অন্তত কয়েক হাজার  মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ব্রিজটি মিঠাখালী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মাঝখানে অবস্থিত। ব্রিজটি দিয়ে ওই দুই ওয়ার্ডের লোকজন যাতায়াত করে থাকেন। তাদের যাতায়াত ও যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তাই বিকল্প পথে বাড়তি কয়েক কিলোমিটার পথে ঘুরে চলাচল করতে হচ্ছে। ওই এলাকার বেশ সংখ্যক নারী ও পুরুষ ইপিজেড ও পোর্টসহ বিভিন্ন কলকারখানায় চাকুরী করেন। তাদেরকে পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগে। তাই দ্রুত ব্রিজটি মেরামত কিংবা নতুন করে করার দাবী জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।
মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (এলজিআরডি) জানানো হয়েছে। এছাড়া ওখান দিয়ে আপাতত যাতায়াতের জন্য বাঁশ দিয়ে চার দিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।