মোংলা প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দশ দিনব্যাপী কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে পৌর এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচির উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, কাউন্সিলর শরিফ হোসেন, কাউন্সিলর জি এম আলামীন গাজী, কাউন্সিলর মজনু গাজী, কাউন্সিলর এস এম কবির হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাহানারা চানু, শিউলি আকন, জোহরা বেগম, পৌরসভার সচিব অমল কৃষ্ণ সাহা প্রমূখ। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলাকালে রাস্তার ময়লা-আবর্জনা এবং ওয়ানটাইম প্লাস্টিক বর্জ্য অপসারন ও জনসচেতনামূলক প্রচারনা চালানো হয়।
ঊষার আলো-এমএনএস