UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় ৪শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

usharalo
মার্চ ৬, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : মোংলায় ৪শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ মার্চ) রাতে পৌর শহরতলীর জয়বাংলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয়বাংলা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ৪শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলাম জুয়েলকে (২৮) আটক করা হয়। জাহিদুল ওরফে জুয়েল মিয়াপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।