UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলা ছায়া সংগঠনের উদ্যোগে পিপিই প্রদান

ঊষার আলো
আগস্ট ২২, ২০২১ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় সেচ্ছাসেবী সংগঠন “মোংলা ছায়া সংগঠন” এর পক্ষ থেকে পিপিই প্রদান করা হয়।

রবিবার (২২ আগষ্ট) সকাল ১০ টায় মোংলা ছায়া সংগঠন’র অস্থায়ী কার্যালয় মৃত ব্যাক্তির গোসল ও তাদের কবর খোড়া কাজে নিয়োজিত এমন কিছু ব্যক্তিদের মাঝে পিপিই প্রদান করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন,মোংলা ছায়া সংগঠনের সভাপতি নুর মোহাম্মাদ জোমাদ্দার, সাধারন সম্পাদক সাইফুর রহমান সাব্বির, সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম, কোষাধক্ষ সাদ্দাম হোসেন, সদস্য আলামিন ভুইয়া, আব্দুর সত্তার, বিপ্লব বিশ্বাস প্রমুখ।

সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ জোমাদ্দার বলেন,করোনা মোকাবেলায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে করোনাকে মোকাবেলা করতে হবে। সবাইকে মাক্স ব্যবহার করে করোনা সংক্রমন প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।

(ঊষার আলো-আরএম)