UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নিহত ২

usharalodesk
নভেম্বর ১৮, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সুনামগঞ্জের জামালগঞ্জে মোটরসাইকেলর সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের  সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও গ্রামবাসী ইজিবাইকটি আটক করেছে বলে জানা গেছে।

নিহতরা হলেন-জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বেহেলী আলীপুর গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে আশিক নূর (৪০) ও তার বন্ধু একই ইউনিয়নের বাঘানী গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে সুলেমান মিয়া (৩৮)।

রোববার রাতে সাচনা-বেহেলী সড়কের রাজাপুর নামক সেতুর পাশেই এঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে যায়, আশিক নূর ও সুলেমান মিয়া দুইজন বন্ধু। তারা রোববার রাতে সাচনা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে রাজাপুর সেতু সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আশিক নূর ঘটনাস্থলে মারা যায়। সুলেমান মিয়াকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম কামাল হোসাইন সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আশিক নূরের ছোট ভাই রাশিদ বাদী হয়ে চালক ইয়ামীনকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ