UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেলে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, ২ যুবক নিহত

ঊষার আলো
জানুয়ারি ৫, ২০২২ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাবলাতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন—  নওগাঁ সদর উপজেলা চণ্ডিপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে মতিউর রহমান।

নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, রাতে মতিউরসহ দুই যুবক মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাবলাতলা মোড় যাত্রী ছাউনির সামনে পৌঁছলে পেছন দিক থেকে রাজশাহীগামী ধানবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মতিউর ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিউর রহমানের মৃতদেহ উদ্ধার করে। ধানবোঝাই ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।