UsharAlo logo
রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে আ.লীগ সভাপতিকে লাঞ্চিত, বিচার দাবীতে সংবাদ সম্মেলন

pial
জানুয়ারি ১৪, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি মামলার বাদী স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো আনোয়ার হোসেন হাওলাদার (৭০) কে লাঞ্চিত করেছে আসামী পক্ষ।

চিহ্নত সন্ত্রাসীরা মামলা তুলে না নেয়ায় বাদীকে অশ্লীল ভাবে লাঞ্চিত করেছে এমন অভিযোগের বিচার দাবী করে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন প্রবীন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন। মোরেলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় বহরবুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, তার এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাদাঁবাজ মাসুদ হাওলাদার, সুমন শেখ, জহির মল্লিকের অত্যাচারে এলাকার শিক্ষিত সম্মানি নিরীহ শ্রেনীর লোকজন জিম্মি হয়ে রয়েছে। প্রতিপক্ষ মাসুদ তার কাছে চাঁদা দাবি করতঃ চাঁদা আদায়সহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড করলে তিনি বাদী হয়ে ৩ বছর আগে বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

ওই মামলার আসামি মাসুদ হাওলাদার দীর্ঘদিন যাবত হাজতবাস করে জামিনে মুক্তি পেয়ে মামলা প্রত্যাহারের জন্য অন্যান্য আসামিদের নিয়ে সম্মিলিতভাবে বিভিন্ন সময় তাকে নানাভাবে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিয়ে আসছে। সর্বশেষ গত ১১ জানুয়ারি তিনি উপজেলার স্থানীয় ফুলহাতা বাজারে গেলে আসামি মাসুদ হাওলাদার, সুমন শেখ ও জহির মল্লিক ওই বাজারে তার গতিরোধ করে অশ্লীল গালিগালাজ করতঃ জীবন নাশের হুমকি দেয়। এক পর্যায় প্রকাশ্য রাস্তায় তার পরিধেয় লুঙ্গি খুলে ফেলে অশালিনভাবে লাঞ্চিত করাসহ বিভিন্নভাবে নাজেহাল করে এবং মামলা তুলে না নিলে হত্যা করবে বলেও হুমকি দেয়। এ ঘটনার পরের দিন থানায় সাধারণ ডায়রী করলে প্রতিপক্ষ তার ওপর আরো ক্ষিপ্ত হয়ে খুন-জখম করবে মর্মে অব্যাহত হুমকি দিচ্ছে।
ন্যাক্কার জনক এ ঘটনার সুবিচার পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ মাসুদ হাওলাদার অভিযোগের বিষয়টি সঠিক নয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেন।

(ঊষার আলো-এফএসপি)