UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মোল্লাহাটে দেশী মদসহ যুবক আটক

ঊষার আলো
অক্টোবর ৭, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা চাদেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৪ লিটার দেশীয়মদসহ মিহিত বালা (২২) নামের উঠতি বয়সের এক যুবক কে আটক করেছে পুলিশ।

গোপন খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে মোল্লাহাট থানা পুলিশের একটি টহলদল মিহিত বালাকে হাতে-নাতে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রেকর্ড করেছে।

থানার ওসি সোমেন দাশ বৃহস্পতিবার সকালে জানান, উপজেলার গাওলা চাদেরহাট গ্রামের শচীন বালার ছেলে মিহিত বালা দেশী তৈরী মদ গোপনে বেচা-কেনা করে আসছে।

এ খবর গোপনে পেয়ে বাগেরহাট পুলিশ সুপারের নির্দেশনায় ওই রাতেই তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৪ লিটার মদ উদ্ধার করা হয়। মোল্লাহাট উপজেলা মাদকমুক্ত করার জন্য যা যা করনীয় তাই করা হবে বলে জানান থানার ওসি।