UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে পল্লীতে অগ্নিকান্ডে এতিমখানা ও মাদ্রাসা পুড়ে ছাই

pial
ডিসেম্বর ১৮, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রামে আল মারকাজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা প্রকাশ্য দিবালোকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। বিলম্বে প্রাপ্ত খবর অনুযায়ী এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে। এ সময় মাদ্রাসায় কেহ ছিলেন না। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আঃ হান্নান রবিবার সকালে জানান, গত প্রায় ১ বছর আগে মাদ্রাসাটির কার্য্যক্রম শুরু করা হয়েছে। আগামী ২ জানুয়ারী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে সকালে ছাত্রদের নিয়ে কালেকশনে বেরিয়ে যান। স্থানীয়রা ফোন করে আগুন লাগার খবর জানান। তখন এসে দেখি সব শেষ হয়ে গেছে। ছাত্রদের পরনের কাপড় ছাড়া সবই পুঁড়ে শেষ।

এছাড়া ওয়াজমাহফিলের জন্য কালেকশনের ৪২ হাজার টাকা, ৫/৬ মন চাল পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে আগুনে শেষ হওয়ার আগ মুহুর্তে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে আগুন নিয়ন্ত্রন করে। মাদ্রাসার জমি ও ঘর দাতা হাজী মোঃ শাফায়েত হোসেন বলেন, দীনি শিক্ষার জন্য জায়গাসহ ঘরটি তিনি দান করেছেন। তিনি পুনরায় মাদ্রাসা নির্মাণ ও এতিম ছাত্রদের পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোঃ সাজেদুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে মাত্র ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রন করেন। এর আগেরই আগুনে সব পুড়ে গেছে।

(ঊষার আলো-এফএসপি)