UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে বৃদ্ধ ইউসুফ হত্যা মামলায় ৪ আসামী আটক

usharalodesk
মে ১৭, ২০২১ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার হাড়িদাহ গ্রামে ইউসুফ সেখ(৭৫) নামের এক বৃদ্ধকে গলাকেটে হত্যার ঘটনায় ৪ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-৬ খুলনার আভিযানিক দল রবিবার দিবাগত রাতে মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ হত্যা মামলার এজাহারভুক্ত ৪ জনকে আটক করে। আটককৃতরা হলেন, হাড়ীদাহ গ্রামের আলতাফ মোল্লার ছেলে আশরাফুল মোল্লা (৫০), একই এলাকার খোকা মোল্লার ছেলে বরকত মোল্লা (৩৫), মৃত সালেক সেখের ছেলে লাভলু সেখ(৪৮) ও আফরোজ আলীর ছেলে জিয়া সেখ (২২)। খুলনা র‌্যাব -৬ এর সিনিয়র সহকারি পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) মোঃ বজলুর রশিদ সোমবার সকালে জানান, মোল্লাহাট উপজেলার হাড়িদাহ গ্রামের চাঞ্চল্যকর ইউসুফ শেখ হত্যাকান্ডের ঘটনায় র‌্যাবের গোয়েন্দা শাখার তথ্যমতে রবিবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে এজাহার নামীয় ৪ আসামী কে গ্রেফতার করা হয়। তাদেরকে মোল্লাহাট থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, স্থানীয় পূর্ব -বিরোধের জের ধরে গত ১৪ মে পবিত্র ঈদুল ফিতরের রাতে হাড়িদাহ গ্রামের ইউসুফ সেখকে বসতঘরে জবাই করে হত্যা করা হয়। এর আগে ওই গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বসতবাড়ী ভাংচুর এবং লুটপাট হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা না নিয়ে পরে মোল্লাহাট উপজেলা নির্বাহি অফিসারের কার্য্যলয়ে বসে মিট –মীমাংসা করা হয়। ওই বিরোধের জের ধরে ইউসুফ সেখ কে গলা কেটে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাতিজা ইনছান সেখ বাদী হয়ে ৭২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

(ঊষার আলো-আরএম)