UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মৌমাছির কামড়ে ঝিনাইদহে এক কৃষকের মৃত্যু

ঊষার আলো
এপ্রিল ২১, ২০২১ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঝিনাইদহ জেলার কালিগঞ্জে মাঠের ক্ষেত দেখতে গিয়ে মৌমাছির কামড়ে গোপাল কিশোর পাল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার বালিয়াডাঙ্গা পাল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে কৃষক গোপাল দিনমজুর নিয়ে নিজের ক্ষেতে যান। দিনমজুরদের কাজে লাগিয়ে পাশে তার কলোয় ক্ষেত দেখতে গিয়ে সেখানে থাকা ছাগল ও গরুর লড়াই দেখে মৌমাছির চাকে আঘাত করলে মৌমাছি তেড়ে এসে তাকে কামড়াতে থাকে। পরে তার চিৎকার ও দৌড়াতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সেখানে অবস্থার অবনতি হলে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

(ঊষার আলো-এমএনএস)