UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিক এনামুল ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

usharalodesk
মে ১০, ২০২১ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

এনামুল হক, ময়মনসিংহ : পবিত্র মাহে রমজান, খোশ আমদেদ রমজানুল মোবারক উপলক্ষ্যে সমাজসেবামূলক সংগঠন সাংবাদিক এনামুল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার ( ১০ মে) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
সাংবাদিক এনামুল ফাউন্ডেশনের, সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম হৃদয়ের সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সাংবাদিক এনামুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: এনামুল হক।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতিএইচ, এম জোবাইর হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও এর সভাপতি মো: জহির সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরাজী, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান জীবন, সাংবাদিক এনামুল হক ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এস, এম, এ আব্দুল কাদের, পথ শিশু কল্যাণ ফাউন্ডেশনের ত্রিশাল শাখার সভাপতি আবু-রাহান, সাংবাদিক এনামুল হক ফাউন্ডেশনের রতমত উল্লাহ তুহিন।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল কাদির সানী, সাংবাদিক জসিম উদ্দীন, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সদস্য ফকরুল হাছান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন স্থানীয় হুজুর মুফতি তৈয়বুর রহমান।
সমন্বয়কদের মাঝে আরও উপস্থিত ছিলেন, আল-জুবাইর প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)