এনামুল হক, ময়মনসিংহ : সোমবার (৩ মে) ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ত্রিশাল পৌরবাজারে মো: তরিকুল ইসলাম(তুষার) সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বাজারে পিঁয়াজ, মরিচ, শশাসহ অন্যান্য শাক সবজির মূল্য স্থিতিশীল পাওয়া যায়। মাছ, মাংস ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে।
এ সময় বারবার নির্দেশনা প্রদান করার পরও পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৪টি মামলায় ২৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
মোবাইল কোর্টে ত্রিশাল থানা পুলিশের একটি চৌকস টিম সহায়তা প্রদান করে। জনস্বার্থে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
(ঊষার আলো-এমএনএস)