UsharAlo logo
মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ত্রিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা

ঊষার আলো
জুন ৫, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

এনামুল হক, ময়মনসিংহ : ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে প্রা‌ণিসম্পদ প্রদর্শনী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শ‌নিবার (৫ জুন) সকা‌লে উপ‌জেলা প্রা‌ণিসম্পদ অ‌ফিস ও ভে‌টেরিনারি হাসপাতা‌লের উ‌দ্যো‌গে ‌উপ‌জেলা প্রা‌ণিসম্পদ অ‌ফিস প্রাঙ্গ‌ণে প্রদর্শনী ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।
আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ধর্ম বিষয়ক মন্ত্রণাল‌য়ের স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি ও ময়মন‌সিংহ-৭ ‌ত্রিশাল আস‌নের সংসদ সদস্য হা‌ফেজ রুহুল আমীন মাদানী। ত্রিশাল উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র মোস্তা‌ফি‌জুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে প্রধান আ‌লোচক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প্রাণিসম্পদ অ‌ফিসার ডাঃ মোহাম্মদ হারুন অর র‌শিদ। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ত্রিশাল উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ম‌হিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ত্রিশাল উপ‌জেলা আওয়ামী লী‌গের সাবেক যুগ্ন আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, এিশাল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক হা‌মিদুর রহমান, ত্রিশাল ডেই‌রি এ‌সো‌সি‌য়েসশনের সভাপ‌তি মোহাম্মদ হেলাল উ‌দ্দিন প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)