UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে ‘পাশে দাঁড়াও’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

usharalodesk
মে ১, ২০২১ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

এনামুল হক, ময়মনসিংহ : স্বেচ্ছাসেবার মধ্যদিয়ে সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে দিনটি পালন করা হয়। ১৯৮৫ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন সর্বপ্রথম প্রতি বছর এই দিনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন শুরু করে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পাশে দাঁড়াও আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন এর উদ্যোগে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতার বিতরণএবং করোনা মহামারী থেকে মুক্তির লক্ষ্যে পাশে দাঁড়াও সংগঠনের সকল সদস্যদের নিয়ে আলোচনা সভা দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়! উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাশে দাঁড়াও সংগঠনের সভাপতি জনাব জহির সরকার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম শাহীন ইকবাল সরকার অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আমাদের সময়ের ত্রিশাল প্রতিনিধি ও ত্রিশাল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম যুবায়ের হোসাইন, ত্রিশাল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার এনামুল হক বিশিষ্ট ব্যবসায়ী ৮নং শাখুয়া ইউনিয়ন জসীমউদ্দীন, সাংবাদিক রবিউল ইসলাম, এস এম এ আব্দুল কাদের,জসিম উদ্দিন এ সময় আরো উপস্থিত ছিলেন পাশে দাঁড়ানো সংগঠনের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক তাজাম্মুল হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ, প্রচার এবং প্রকাশনা সম্পাদক আওলাদ হোসেন, কোষাধক্ষ্য মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের সিনিয়র সদস্য সোহেল রানা প্রমুখসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

(ঊষার আলো-এমএনএস)