UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যথাসময়েই বাংলাদেশে আসছে আফগান যুবা ক্রিকেট দল

ঊষার আলো
আগস্ট ২৩, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরের কথা আছে এই মাসের শেষে। তবে তালেবান ক্ষমতায় আসার পর তাদের সফর নিয়ে শঙ্কা জাগে। আপাতত সকল শঙ্কার অবসান ঘটিয়ে যথাসময়েই বাংলাদেশে আসছে যুব দল।

আজ সোমবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার।

তিনি জানান, ‘এখন পর্যন্ত আফগানিস্তান যুব দলের বাংলাদেশে আসা নিশ্চিত এবং সেটি পূর্ব নির্ধারিত সময়েই। ৩১ আগস্ট বাংলাদেশে পৌঁছে সিলেটে বাংলাদেশ যুব দলের বিপক্ষে খেলবে ৫টি ওয়ানডে ও ১টি চারদিনের ম্যাচ।’

উল্লেখ‌্য, ৩১ আগস্ট বাংলাদেশে এসে সিলেটে ৫টি ওয়ানডে ও ১টি চারদিনের ম্যাচ খেলার কথা আফগান যুবাদের। সরাসরি ফ্লাইট না থাকায় সড়ক পথে পাকিস্তান ও দুবাই হয়ে বাংলাদেশে আসতে পারে আফগান যুবারা। একইভাবে আফগান জাতীয় দলও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে।

(ঊষার আলো-এফএসপি)