UsharAlo logo
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

‘যদি না চায়, সরাসরি বলা উচিত’ শান্তর অধিনায়কত্ব নিয়ে ফারুক

usharalodesk
অক্টোবর ৩০, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক :নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব পেয়েছেন এক বছরও হয়নি। এর আগেই নেতৃত্ব ছাড়ার আরজি জানিয়েছেন তিনি। ব্যাট হাতে ফর্মহীনতা আর সংবাদ সম্মেলনে বেফাঁস মন্তব্য করে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদও তার বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন।

ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দিয়ে নিজের অধিনায়কত্বের অধ্যায়ের ইতি টানতে চান শান্ত।

বুধবার (৩০ অক্টোবর) বোর্ড সভায় বসার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই শান্তর অধিনায়কত্ব প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘কোনো প্রেসের সঙ্গে নাজমুল এই ব্যাপারে কথা বলেছে কি না আমি জানি না। স্যোশাল মিডিয়ার যুগে অনেক সময় ওদের স্ট্রেস কাজ করে। যে কোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এমন কিছু হলে বাইরে কথা না বলে সরাসরি কথা বলা ভালো।’

‘যদি এমন কিছু হয় তাহলে ছাড়তে চায় বা এমন কিছু অনুভব করে তাহলে সরাসরি অপারেশন বিভাগ কিংবা পরিচালক বা বোর্ড সভাপতিকে জানাতে পারে। যদি সে কন্টিনিউ করতে না পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়েও আমরা আলোচনা করব। আমিও জানি না এই ব্যাপারে। আমি আপনাদের মতোই শুনেছি। দেখেন যদি না চায়, সরাসরি বলা উচিত, আমি করতে চাই না। ধন্যবাদ বলে ছেড়ে দিলাম’-যোগ করেন বিসিবি সভাপতি।

চট্টগ্রামে গিয়ে শান্ত এবং দলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি, ‘আমি চট্টগ্রামে আজ রাতে যাচ্ছি। কাল বা এর পরের দিনের মধ্যে কোচ ও দলের সঙ্গে বসবো, এরপর আপনাদের জানাতে পারব।’

ঊষার আলো-এসএ