UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরের শার্শায় ২৫ ভূমিহীন পরিবার পেল ঘরের চাবি

ঊষার আলো
জুন ১৪, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভূমি মন্ত্রণালয় ও শার্শা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ২০১৮-২০১৯ অর্থবছরের গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্যায়ে (সিভিআরপি) প্রকল্পের অধীনে শার্শার কুলপালা গুচ্ছগ্রাম এর ২৫টি পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করে উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
‘শেখ হাসিনার অবদান ভূমিহীনদের বাসস্থান’ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে ভূমিহীন পরিবারের হাতে চাবি হস্তান্তর করা হয়। সেখানে কিছু গাছের চারাও রোপন করেন এমপি শেখ আফিল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ আম্মেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
(ঊষার আলো-এমএনএস)