UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরের বিদেশি পিস্তলসহ আটক ১

usharalodesk
জানুয়ারি ১২, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে বিদেশী পিস্তলসহ ইছালীর প্রিন্সকে আটক করেছে ডিবি পুলিশ। নাজমুল হোসেন প্রিন্স যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের যোগী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

ডিবির ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, ডিবির এসআই শামীম হোসেনের নেতৃত্বে একটি টিম বুধবার (১২ জানুয়ারি) রাত নয়টা ২০ মিনিটে উপ-শহর বি-ব্লক এলাকার তার ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে প্রিন্সকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। একই সাথে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এ অস্ত্রের উৎস খোজা হচ্ছে বলে জানান ডিবির ওসি।