UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে এস এ পরিবহনের কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত

যশোর প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় ট্রাকের চাপায় আতাউর রহমান মৃধা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত আতাউর রহমান মৃধা অবসরপ্রাপ্ত একজন সেনা সদস্য।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান নড়াইলের কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মমতাজ উদ্দিন মৃধার ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আতাউর রহমান মোটরসাইকেলযোগে নড়াইল থেকে যশোর আসছিলেন। যশোর নড়াইল সড়কের যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বটতলার সামনে সড়কে পৌঁছালে পিছনে থাকা ইজিবাইক ওভারটেক করার সময় তাকে ধাক্কা দেয়। তিনি এ সময় মোটরসাইকেলসহ পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা এস এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ এস এ পরিবহনের কাভার্ড ভ্যানটি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।

এ ঘটনায় থানায় আইনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক।