UsharAlo logo
সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

koushikkln
অক্টোবর ৭, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : যশোরে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন যশোর সদরের এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দূর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে সালমান হোসেন (১৯)। নিহতদের সবাই কলেজছাত্র। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় এই এ ঘটনা ঘটে।

নিহত সালমানের চাচা রনি হোসেন জানান, বৃহস্পতিবার (৬ অক্টোবর) তার ভাইয়ের ছেলেসহ চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ঝিকরগাছার গদখালিসহ বিভিন্ন এলাকায় ঘুরে তারা আজ বাড়ি ফিরছিল। রাত ৯টার দিকে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেল দুটিকে চাপা দিয়ে টেনে হিঁচড়ে বেশ কিছুদূর নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

যশোর কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘাতক ট্রাক চালককে আটক করতে পুলিশের অভিযান চলছে।