UsharAlo logo
বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে যুবক খুন

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ১, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরে ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে অলিদ নামে এক যুবক খুন হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার বিরামপুরে এ ঘটনা ঘটে।

আহত আপন ও স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বিরামপুর ব্রিজের উপর আপন, রাশেদুল ও শামীম বাজি ফোটাচ্ছিল। এসময় সেখান দিয়ে যাচ্ছিলো অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী। তারা দাবি করে বাজি তাদের গায়ে পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এসময় অলিদসহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে মারপিট ও ছুরিকাঘাত করে।

খবর পেয়ে আপনের পিতা রিপন আলী সেখানে গেলে তাকেও ছুরি মেরে আহত করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অলিদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত আপন, তার পিতা রিপন আলী, শামীম, অলিদ ও রাশেদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা প্রদানকালে মারা যায় অলিদ। আহতদের মধ্যে রাশেদুলকে খুলনা মেডিকেলে রেফার করা হয়েছে। এছাড়া আপন ও পিতা রিপন আলী ও শামীম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

ঊষার আলো-এসএ