UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে র‌্যাবের অভিযানে দুই কেজি গাঁজা উদ্ধার

ঊষার আলো
মে ২৫, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : যশোরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া আসামীর রেখে যাওয়া ২ কেজি গাঁজা উদ্ধার করেছেন র‌্যাব-৬ (যশোর ক্যাম্প) । এঘটনায় পলাতক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার(২৫ মে) র‌্যাব-৬ সূত্র জানায়, ২৪ মে বিকেলে যশোরের শার্শা থানাধীন রামুনিয়া এলাকায় জনৈক সিদ্দিক মুন্সির বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। টের পেয়ে আসামী মোঃ ইকবাল কবির (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই আসামির ফেলে যাওয়া ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে শার্শা রুদ্রপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। উদ্ধারকৃত আলামত শার্শা থানায় হস্তান্তর করতঃ পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

(ঊষার আলো-আরএম)