ঊষার আলো ডেক্স : যশোরে হত্যা মামলায় হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২ জুন) যশোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এই রায় দেন। রায়ে মৃত্যুদণ্ড ছাড়াও হাফিজুরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত হাফিজুর রহমান বর্তমানে কারাগারে আছেন।
মামলার সরকারি কৌশুলী এম ইদ্রিস আলী এ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের ১৪ আগস্ট অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যশোর সদর উপজেলার সালতা গ্রামের মিনারুলকে হত্যা করে। এ ব্যাপারে পরদিনই নিহতের ভাই অজ্ঞাত ব্যক্তির নামে থানায় মামলা করেন। পিবিআই এই মামলার তদন্ত করতে গিয়ে ঘটনার সাথে সদর উপজেলার ওসমানপুর গ্রামের হাফিজুর রহমানের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয় এবং তাকে আটক করে।
এম ইদ্রিস আলী বলেন, নিহত মিনারুলের সাথে হাফিজুরের স্ত্রীর পরকিয়ার সম্পর্ক ছিল। বিষয়টি হাতেনাতে ধরা পড়লে হাফিজুর তার স্ত্রীকে তালাক দেন ওর আরেকটি বিয়ে করেন। কিন্তু মিনারুলের ওপর হাফিজুরের রাগ ছিল। যার প্রেক্ষিতে হঠাৎ করেই হাফিজুর মিনারুলের বাড়িতে গিয়ে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। এ ব্যাপারে হাফিজুর নিজে স্বীকারোক্তিও দেন।
মামলার শুনানি শেষে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি সুস্পষ্ট ভাবে প্রমাণিত হওয়ায় আদালত হাফিজুরকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
(ঊষার আলো-এসএইস)