ঊষার আলো রিপোর্ট : যশোরের জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই নারী এবং বয়স ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে। মৃতদের মধ্যে ১জন নড়াইলের লোহাগড়া, ১ জন ঝিনাইদহের মহেশপুর উপজেলার এবং ৪ জন যশোরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া ১০ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানিয়েছে যশোর জেনারেল হাসপাতালেল আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ। তিনি আরও বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ নারী যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ওয়ার্ডে (রেড জোনে) ভর্তি ছিল।
তিনি বলেছেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ মোট ভর্তি আছে ১২৬ জন এবং ইয়েলো জোনে আছে ৮৬ রোগী।
এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনার টেস্টে ১৮৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। যশোরের ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। শনাক্তের হার ৪১ দশমিক ৭৯।
(ঊষার আলো- এম.এইচ)