UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩

usharalodesk
জুলাই ৭, ২০২১ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছে। তাদের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত ছিল। অন্যরা উপসর্গ নিয়ে মারা গেছে।
আজ ৭ জুলাই বুধবার যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছে ১৫৫ জন ও ইয়েলো জোনে ৮৮ জন।
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৪ ঘণ্টায় ৬৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৫৩ জনের। করোনা শনাক্তের হার ৪০।

(ঊষার আলো- এম.এইচ)