UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমৃত্যু উল্লেখ না থাকলে যাবজ্জীবন মানে ৩০ বছর

usharalodesk
জুলাই ১৫, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যাবজ্জীবন মানে ৩০ বছর সশ্রম কারাদণ্ড, এই বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের। বৃহস্পতিবার (১৫ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশিত হয়।

এতে বলা হয়, যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ এর প্রাথমিক অর্থ ৩০ বছর কারাদণ্ড। এ ক্ষেত্রে একজন আসামি রেয়াতের সকল সুবিধা পাবেন। রায়ে ‘আমৃত্যু’ উল্লেখ না থাকলে, ৩০ বছর কারাবাস করতে হবে।  কিন্তু দেশের কোনো আদালত, ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি রায়ে উল্লেখ করেন যাবজ্জীবন কারাদণ্ড অর্থ আমৃত্যু কারাদণ্ড।  এ ক্ষেত্রে আসামিকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে। এর আগে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গত বছরের ১ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতামতের ভিত্তিতে রিভিউ আবেদনটি নিষ্পত্তি করে রায়টি দিয়েছেন। রায়ের কপিতে বিচারকদের স্বাক্ষরের পর আজ ১২০ পৃষ্ঠার রায়ের অনুলিপি প্রকাশ করা হয়।

(ঊষার আলো-আরএম)