ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ জাহাঙ্গীর হোসেন (৪২)। সে খালিশপুর মেগার মোড়ের কুতুবের বাড়ীর ভাড়াটিয়া মৃত: ইদ্রিস আলীর পুত্র।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন (৪২) এর বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন (৪২) মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের সাজা প্রাপ্ত আসামী। তার নিকট থেকে ৮০(আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে খালিশপুর থানায় অপর একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)