সদ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া মার্কো রুবিওকে সতর্ক করে দিয়েছে চীন। দেশটির অভিজ্ঞ পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাকে সতর্ক করে বলেছেন, ‘বিহেভ ইউরসেলফ’। খবর এপির।
এক প্রতিবেদনে মার্কিন সংবাদ সংস্থাটি জানায়, শুক্রবার চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন রুবিও। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ফোন কলে ওয়াং রুবিকে বলেন, ‘আশা করছি, আপনি ঠিকমতো কাজ করবেন।’
রুবিওর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী যে শব্দটি ব্যবহার করেছেন, সেটি দেশটিতে ব্যবহৃত হয় অধীনস্তদের সঙ্গে। মালিক কিংবা শিক্ষক তাদের অধীনস্তদের ঠিকমতো কাজ করতে বা চলার জন্য এই শব্দের ব্যবহার করে থাকেন।
চীনের ঘোরবিরোধী রুবিও সিনেটর থাকাকালীন দেশটির মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন। এর জেরে ২০২০ সালে দুই দফায় রুবিওর বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দেয় শি জিনপিং প্রশাসন।
এপি বলছে, ওয়াং যে শব্দ ব্যবহার করেছেন, সেটি বিভিন্ন বাক্যে বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ‘মেক দ্য রাউট চয়েজ’ ও ‘বি ভেরি প্রুডেন্ট অ্যাবাউট হোয়াট দে সে অর ডু’ শব্দ ব্যবহার করতো। একই সঙ্গে ‘অ্যাক্ট অ্যাকর্ডিংলি’ শব্দেরও মাত্রারিক্ত ব্যবহার করতো চীন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই শব্দ বা বাক্য ব্যবহার নিয়ে দ্য সেন্টার ফল চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের থিংক ট্যাংক জিচেন ওয়াং বলেন, সতর্কবার্তা হিসেবে বা নিজেদের প্রত্যাশা বুঝাতে তারা এই শব্দগুলো ব্যবহার করতো। কূটনৈতিক পর্যায়ে শব্দ ব্যবহারে তাদের আরও ভালো হতে হবে।’