UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি চাপায় নিহত ৫, আহত ২১

ঊষার আলো
নভেম্বর ২২, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ওয়াউকেশাতে ক্রিসমাস প্যারেডে এসইউভি গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ২০ জনের বেশি আহত ও ৫ জনের প্রাণহানি হয়েছে।

মিলওয়াকি থেকে ২০ মাইল পশ্চিমে ওয়াউকেশা’র ডাউনটাউনের মধ্য দিয়ে আনন্দ মিছিল যাওয়াকালে অনেক ভিড়ের মধ্যে আনন্দ করছিল লোকজন। সে সময় একটি লাল এসইউভি গাড়ি যাওয়ার জন্য হর্ন দিচ্ছিল। তখন মিছিলের মধ্যে দিয়ে গাড়িটি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে ৫ জন মারা গেছে ও ২০ জনের বেশি আহত হয়েছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন পরে বিবৃতিতে দিয়েছে।

ওয়াউকেশা পুলিশের প্রধান ডেনিয়েল থমসন জানান, মিছিলরত লোকদের মধ্য দিয়ে ওই গাড়িটি দ্রুত গতিতে যাওয়ার কারণে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ গাড়িটি সনাক্ত করেছে। একজনকে গ্রেফতার করে এলাকাটিকে নিরাপদ বলে ঘোষণা করেছে।

 

(ঊষার আলো-আরএম)