UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে গুলিতে ৮ জন নিহত

usharalodesk
এপ্রিল ১৬, ২০২১ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে ৮ জনের মৃত্যু হয়েছে। এমনকি আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ এপ্রিল) খবরে বলা হয়, নিহত লোকজনের মধ্যে বন্দুকধারীও রয়েছে। নিজের গুলিতেই তিনি মারা গেছেন।

জানা গেছে, ইন্ডিয়ানাপোলিস শহরে অবস্থিত কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্স কার্যালয়ে বন্দুকের গুলির শব্দ শোনা যায়। স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ১ ব্যক্তিকে গুলিবর্ষণ করতে দেখেছেন তিনি। পুলিশের মুখপাত্র জিনে কুক জানান, ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বহুজাতিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফেডেস্কের কার্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। সেখান থেকে গুরুতর আহত লোকজনকে উদ্ধার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)