যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে একটি ট্যুর বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১ মে) পূর্ব আইডাহোর একটি মহাসড়কে ১৪ পর্যটক বহনকারী একটি শেভি পিকআপ ট্রাক এবং একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন সাতজন আর আহত হয়েছেন আরও আটজন।
আইডাহো রাজ্য পুলিশ জানিয়েছে,আঘাতের তীব্রতার কারণে এয়ার অ্যাম্বুলেন্সে কয়েকজন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সংঘর্ষের ফলে উভয় গাড়িতেই আগুন ধরে যায়। দুঃখজনকভাবে, দুর্ঘটনায় ভ্যানে থাকা ছয়জন এবং পিকআপের চালক মারা গেছেন।
পথচারীর তোলা ছবিতে ট্রাকের সামনের অংশের কাছে আগুনের শিখা এবং ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।ছবিটি তোলা প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রজার মেরিল সিবিএস নিউজকে বলেছেন, তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন তিনি ধ্বংসস্তূপটি দেখেন।
তিনি বলেন, ‘দুটি গাড়িতেই আগুন লেগেছিল এবং পথচারীরা মহাসড়কের পাশে বেঁচে যাওয়াদের সেবা দেওয়ার চেষ্টা করছিলেন। ’তিনি আরও বলেন, ‘এটি অত্যন্ত বিপজ্জনক মহাসড়ক। কারণ এটি ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের প্রধান প্রবেশপথের দিকে যায়। সড়কটি অত্যন্ত ব্যস্ত। ’
এখনো এই দুর্ঘটনায় নিহতদের পরিচয় বা জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে,পুলিশ জানিয়েছে, স্থানীয় করোনার অফিস পরিবারের সদস্যদের অবহিত করার পরে নিহতদের নাম প্রকাশ করবে।
কী কারণে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে তা জানতে তদন্ত করছে পুলিশ।
ঊষার আলো-এসএ