UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৭,৩৬৫ জনে দাঁড়িয়েছে

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে, গাজায় ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধে কমপক্ষে ২৭,৩৬৫ জন নিহত হয়েছেন।এমন খবর প্রকাশ করেছে এএফপি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় ১২৭ জন প্রাণ হারিয়েছেন। এনিয়ে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ২৭,৩৬৫ জনে দাঁড়ালো।

 

এদিকে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৬৬,৬৩০ জন আহত হয়েছেন।