UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যুবককে কুপিয়ে খুন করে লাশে আগুন দিল ৩ কিশোরী

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

                            যৌন হেনস্তার প্রতিশোধ

৩ কিশোরী মিলে ২৫ বছর বয়সের এক যুবককে কুপিয়ে খুন করার পর মৃত দেহে আগুন ধরিয়ে দিয়েছে। দক্ষিণ-পূর্ব দিল্লির নিজামুদ্দিন এলাকায় ঘটনাটি ঘটেছে। টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমে এ খবর প্রকাশিত হয়েছে।

ঘটনাটি নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। মূলত যৌন হেনস্তার প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড।
পুলিশ জানায়, অভিযুক্তদের মধ্য থেকে এক কিশোরীকে যৌন নিপীড়ন করত নিহত যুবক। এ কারণেই নির্যাতনে শিকার ওই কিশোরী তার দুই সহযোগীকে নিয়ে এ ঘটনা ঘটায়।
অভিযুক্তদের ভাষ্য, প্রতিশোধ নিতে তারা এ ঘটনা ঘটায়। ২১ ডিসেম্বর রাতে তারা যুবককে হত্যা করে কাপড় ও শুকনো ঘাস দিয়ে মৃতদেহ জ্বালিয়ে দেয়

নিহত যুবকের নাম আজাদ। ২৩ ডিসেম্বর রাতে তথ্য পেয়ে দিল্লির নিজামুদ্দি বস্তি থেকে ১৬ ও ১৭ বছর বয়সী গ্রেফতার করে পুলিশ এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুসরো পার্কের কাছ থেকে অর্ধ দগ্ধ যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।