UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যুবরাজ সিং গ্রেফতার, পরে জামিন

usharalodesk
অক্টোবর ১৮, ২০২১ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ওমানে যখন পর্দা উঠল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের, ভারতে তখন আটক হলেন যুবরাজ সিং। বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। পরে অবশ্য অন্তর্র্বতীকালীন জামিনে ছাড়া পান তিনি।

জানা গেছে, যুবরাজকে আটক করে হরিয়ানা প্রদেশের হিসার জেতার হানসি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।  পুলিশ সুপার নীতিকা গেহলট এ তথ্য নিশ্চিত করে বিভিন্ন গণমাধ্যমকে বলেন, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশে তদন্তকারী অফিসার ডেপুটি পুলিশ সুপারের বিনোদ শংকরের কাছে আসেন যুবরাজ। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে জামিন নেন যুবরাজ।

প্রায় ১ বছর আগে সামাজিক যোগযোগমাধ্যমে ১টি নাচের ভিডিও পোস্ট করেন ভারতের জাতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহাল। সেটিকে রোহিত শর্মার সাথে এক সাক্ষাৎকারে মজার ছলে বৈষম্যমূলক মন্তব্য করেন যুবরাজ। যুবরাজের সেই মন্তব্য ভালোভাবে নেয়নি ভারতীয়রা। যুবরাজকে আটকের দাবি ওঠে নেটমাধ্যমে। ওই সময় যুবরাজের নামে থানায় অভিযোগও করা হয়।

 

(ঊ/আ-আরএম)