UsharAlo logo
শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

যুবলীগ নেতাকে হত্যা, বাবা-ছেলে গ্রেফতার

ঊষার আলো
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি মোহাম্মদ জসিমউদ্দিন ও তার ছেলে মোহাম্মদ রাহাতকে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

নিহত হোসেন সরাইপাড়া আব্দুস সালাম দফাদারবাড়ির মৃত নুরু মিয়ার ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাকে ছুরিকাঘাত করা জসিমও একই এলাকার বাসিন্দা৷ নিহত হোসেন ও জসিম সম্পর্কে বন্ধু ছিলেন।

পাহাড়তলী থানার ওসি জহিরুল আলম বলেন, ভৈরব থানা এলাকা থেকে জসিম ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। পরে তার শ্যালিকার বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঊষার আলো-এসএ