UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যুবলীগ-যুবদল মিলে সাংবাদিকের অফিস ভাঙচুর

usharalodesk
অক্টোবর ১০, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  চট্টগ্রামের পটিয়ায় আবেদ আমিরীর অফিস ভাঙচুর করা হয়েছে। উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন ও পৌরসভা যুবদল নেতা মহিউদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে এ হামলা চালানো হয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে এসব নেতাকর্মী দোকান ও অফিসে প্রবেশ করে প্রথমে দোকানের কর্মচারীদের জিম্মি করে এবং মোবাইল ফোন কেড়ে নয়।

এরপর দোকান ও অফিস ভাঙচুর করে বিভিন্ন জিনিসপত্র বাইরে ফেলে দেয়। দোকান ও অফিসের মুল্যবান মালামাল লুট করে ক্যাশ থেকে নগদ টাকা নিয়ে যায়।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলেও তারা কোনো প্রতিকার করতে পারেনি।

এ বিষয়ে পটিয়া থানার ওসি লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

ঊষার আলো-এসএ